বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্রের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠেছে সমালোচনার ঝড়।প্রশ্নপত্রটি ছবি এখন ভাইরাল হয়ে ঘুরছে সবার ফেসবুক ওয়ালে। তাতে মানুষ নানা ধরণের মতামত দিচ্ছেন।ভাইরাল ওই প্রশ্নপত্রের দুটি প্রশ্নের উত্তরের চারটি অপশনের একটিতে ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রী এবং পর্ন তারকা সানি লিওন এবং লেবানিজ বংশোদ্ভুত পর্ন তারকা মিয়া খলিফার নাম দেওয়া হয়েছে।
প্রশ্নপত্রটির একটি প্রশ্ন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’ প্রশ্নটির সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে একটিতে রয়েছে ‘মিয়া কালিফা’।
আরেকটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘আম-আটির-ভেঁপু’ কার রচিত?’ (প্রশ্নপত্রে আঁটি বানানে চন্দ্রবিন্দু নেই)। এই প্রশ্নের সম্ভাব্য উত্তরের একটি নাম সানি লিয়ন।
মিয়া কালিফা (খলিফা) ও সানি লিয়ন দুজনই পর্ন তারকা। প্রথমজন এখনো কাজ করেন। অন্যজন সাবেক। তিনি এখন বলিউডের অভিনেত্রী।এ বিষয়ে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। আমরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। আজ অভিযুক্ত শিক্ষককে নিয়ে আমরা মিটিং করেছি। শিগগিরই তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply