সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা:নিরপেক্ষ ও হয়রানি মুক্ত এইচএসসি পরীক্ষায় দেয়ার জন্য তৃতীয় ভেনু কেন্দ্র’র দাবিতে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ ও গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীরা সড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। রবিবার বেলা ১১টায় গলাচিপা উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ এবং একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দুই কলেজের শিক্ষকদের মধ্যকার বিরোধ রেষারেষির কারনে সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়। এ কারণে আশানুরূপ ফলাফল অর্জন করা যায় না। এই জন্য তারা গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নিরপেক্ষ ভেনুতে পরীক্ষা দিতে আগ্রহী।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য গলাচিপা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সুহৃদ সালেহীন ও গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন এবয় সোমবার তাদের দাবির বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসবেন বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
তাদের উক্ত দাবিগুলো মানা না হলে পরীক্ষা বর্জন করার মত কঠোর হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
Leave a Reply