শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
রিয়াজুল ইসলাম আজিম: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের উপর আওয়ামীলীগের কাউন্সিলর প্রার্থী সমর্থকদের হামলার একাধিক ঘটনা ঘটেছে। এমনকি আ’লীগ সমর্থিত খোদ ৩০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামাল মোল্লার বিরুদ্ধে সরাসরি এ অভিযোগ উঠেছে। গতকাল ৩০নং ওয়ার্ডস্থ পশ্চিম চহটা গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার মৃত আবুল হোসেন তালুকদারের ছেলে নূর হোসেন জানান, গতকাল বুধবার বিকেলে তিনি তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে বসা ছিলেন। এমন সময় আ’লীগ মনোনীত ৩০নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী কালাম মোল্লার নেতৃত্বে ৫০/৬০ জন লোক এসে তাকে দোকান থেকে টেনে হিচঁড়ে নামিয়ে মারধর করে। এ সময় তারা দোকানের মালামালও তছনছ করে। পরে স্থানীয়রা তাদের হাত থেকে নূর হোসেনকে উদ্ধার করে। নূর হোসেনেনর মা লুৎফুন্নেসা জানান, কালাম মোল্লা আমার ছেলের অন্ডকোষ চেপে ধরে। এ সময় তার চিৎকারে এলাকার মহিলারা এসে হামলাকারীদের হাত থেকে তার ছেলেকে উদ্ধার করে। স্থানীয়রা জানান, হামলার শিকার নূর হোসেন ৩০নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী খাইরুল মামুন শাহিনের সমর্থক। আর এ কারণেই এ হামলা চালানো হয়েছে বলেন তারা। এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী কালাম মোল্লা সকল অভিযোগ অস্বীকার করে জানান, তার নির্বাচনী প্রচারণার জন্য একটি মহিলা টিম কাজ করছিল। তারা নূর হোসেনের দোকানে গেলে সে মহিলাদের সাথে অশালীন মন্তব্য করে। এ বিষয়টি জানতেই কেবল তার দোকানে গিয়েছিলাম। এ সময় কোন মারধরের ঘটনা ঘটেনি বলে দাবী করেন কালাম মোল্লা। এদিকে এ ঘটনার একদিন আগেই ১১নং ওয়ার্ডে আ’লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মজিবর রহমানের সমর্থকদের হামলায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থক আহত হয়।
Leave a Reply