মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
সুমন খান স্টাফ রিপোর্টারঃ
বরিশালের উজিরপুর থানাধীন গুঠিয়া মসজিদের পুকুরে ভেষে উঠেছে অর্ধগলিত যুবকের লাশ। মঙ্গলবার ফজরের নামাজের সময় লাশ দেখতে পায় মুসল্লিরা। জানা গেছে,মুসল্লিরা নামাজের জন্য ওযু করতে গিয়ে পানি থেকে গন্ধ অনুভব করে।পরে পুকুরের চারপাশে পচাঁ কিছু আছে কিনা দেখতে গেলে চোখে পড়ে একটি লাশ।যার অনেকটাই গলে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে উজিরপুর থানায় খবর দিলে ছুটে আসে পুলিশের একটি দল। কোথা থেকে লাশ এখানে এসেছে সে বিষয় এখনো নিশ্চিত হওয়া যায় নি।তবে যুবকের লাশটি ৩/৪ দিনের পুরোনো বলে ধারনা করা হচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি উদ্ধার সহ ময়নাতদন্তের পক্রিয়া চলছে……
Leave a Reply