শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
ভােলা প্রতিনিধি॥ভােলায় অসহায় দুস্থ শীতার্ত জেলে পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কাের (বি,এন,সিসি)।
বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় ভােলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদী তীরবর্তী ভােলা খাল এলাকায় শতাধিক জেলে পরিবারের মাঝে এই কম্বল বিতরন করা হয়।সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২৫ বি,এন,সিসি ব্যাটিলিয়নের পক্ষ থেকে ভােলা সরকারি শেখ ফজিলাতুনেছা মহিলা কলেজ ও ভােলা সরকারি কলেজ বি,এন,সিসি প্লাটুন কর্তৃক ভােলা জেলায় শীতবস্ত্র বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ভােলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মাে: গােলাম জাকারিয়া ও ভােলা সরকারি শেখ ফজিলাতুনেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার মাে: ইসরাফীল। এসময় আরাে উপস্থিত ছিলেন-দুই কলেজের বি,এন,সিসির পিইউও মাে: ফরিদুজ্জামান, পিইউও মাে: মাইনুল ইসলাম,সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পােরাল মাে: পারভেজ হাসান,ক্যাডেট সিইউও মাে: ইকবাল হাসান রাফি সহ দুই কলেজের ক্যাডেট বৃন্দ।
এসময় তারা বলেন, ক্যাডেটদেরকে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তােলা ও মানবিক গুনাবলী বিকাশের লক্ষ্য এই শীত বস্ত্র বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
এর মাধ্যমে শীতার্ত ও দরিদ্র জনগাষ্ঠীর কিছুটা হলেও শীত নিবারন হবে বেল জানান।
Leave a Reply