বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে মো. মেহেদী হাসান নামে এক এনজিও কর্মীকে পিটিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত ওই এনজিও কর্মী নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মেহেদী হাসান বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের তালতলা শাখার মাঠকর্মী। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে শাখা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মেহেদী হাসান বিভিন্ন সমিতি থেকে কিস্তির টাকা আদায় করে বাইসাইকেলে অফিসে ফিরছিলেন।
এ সময় সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামের জোমাদ্দার বাড়ি ব্রীজ এলাকায় ওই গ্রামের আল-আমিন জোমাদ্দার, রাজু জোমাদ্দার, রুবেল জোমাদ্দার ও মো. বাদল স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার বাইসাইকেল থামিয়ে বেদম মারধর করে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উদ্দীপনের তালতলা শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, মেহেদী হাসানের ব্যাগে ১ লক্ষ ৫ শত ৭৬ টাকা ছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply