বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ও নলচিড়া ইউনিয়নের কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৩০২ জন কর্মহীনদের মাঝে চাল বিতরণ করেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার শেখ মোঃ শাহজামাল, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, ইউপি সদস্য মিজানুর রহমান। বেলা এগারটায় নলচিড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫১০ জন কর্মহীন পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার লিটু চ্যাটার্জী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুশীল করাতী প্রমুখ।
একইদিন ইউনিয়নের ৪০ টি পরিবারের মধ্যে শিশু খাদ্য ও ২২৭ জন পাট চাষীদের মধ্যে সার বিতরণ করা হয়।
Leave a Reply