৩ পৌর ২৭ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




৩ পৌর ২৭ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা

৩ পৌর ২৭ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা




অনলাইন ডেস্ক:শনিবার রাতে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

দেশের ৩ পৌরসভা ও ২৭ ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা : আমতলী উপজেলার আমতলী পৌরসভায় মতিয়ার রহমান, পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী পৌরসভায় কাজী আলমগীর ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় মো. আশরাফুল আলম নৌকার মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নে মো. আবদুল আউয়াল, ফরক্কাবাদ ইউনিয়নে মো. হুসেন আলী, বিরল ইউনিয়নে মো. মারুফ হোসেন। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে মো. এমদাদুল ইসলাম, নাচোল উপজেলার নাচোল ইউনিয়নে মো. আবদুস সালাম। খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে দেবী রানী বিশ্বাস। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মোস্তফা কবিরুজ্জামান। যশোরের খেদাপাড়া ইউনিয়নে মো. আবদুল আলীম। বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে বেবী রানী দাস। ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে মো. মানিক হাওলাদার। পিরোজপুরের ভা ারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে মো. শামসুদ্দীন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মো. শফিকুল হাকিম মোল্লা হিরণ। ফরিদপুরের মধুখালী উপজেলার তালমা ইউনিয়নে দেলোয়ার বেগম, চাঁদপুর ইউনিয়নে মোছা. শামসুন্নাহার ও নওয়াপাড়া ইউনিয়নে মো. হাবিবুর রহমান। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপেজলার কাচিকাটা ইউনিয়নে আবুল হাশেম। মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে জাহাঙ্গীর আলম রায়হান সরকার। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে সৈয়দ মনিরুল ইসলাম।

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নে আবদুল মতিন ও চর বেতাগৈর ইউনিয়নে মো. আবুল হোসেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে মো. আশিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী (পশ্চিম) ইউনিয়নে মহসিন মিঞা ও গোকর্ণ ইউনিয়নে ছোয়াব আহমেদ হৃতুল। কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নে মো. রবিউল আলম। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আবুল কালাম। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে সৈয়দ ওসমান গনি বাবু ও খিরাম ইউনিয়নে মুহাম্মদ শহীদুল আলম এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নে মোহাম্মদ আবুল কালাম আজাদ নৌকার মনোনয়ন পেয়েছেন।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD