শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জামালপুর সদর উপজেলার তুলশীচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওএমএস (খাদ্যবান্ধব কর্মসূচি) ডিলার তোফাজ্জল হোসেন তোফাকে ১২৬ বস্তা চালসহ আটক করেছে পুলিশ। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য ও প্রত্যক্ষ অভিযানে সকাল ৭টা ৪৫ মিনিটে জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে ওই নেতার গুদাম থেকে চালগুলো জব্দ করে তাকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন। জব্দকৃত চাল নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে। আটক তোফাজ্জল হোসেন তোফাকে জামালপুর সদর থানায় আনা হয়েছে। ওএমএস ডিলার তোফাজ্জল হোসেন তোফা তুলশীচর ইউনিয়নের মানিকার চর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে ও তুলশীচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
জামালপুরের জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক নূরুল ইসলাম খান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলার অন্যত্র পাচার করছেন। এ তথ্য জেলা প্রশাসককে জানানো হয়। জেলা প্রশাসক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন। রাতেই গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই গুদামটি পাহারা দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে নির্দেশ দিলে পুলিশফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। গোয়ান্দা সংস্থার উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আমি ওই ডিলারকে আটক করে জামালপুর সদর থানায় নিয়ে আসি।
উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন বলেন, সকাল পৌনে আটটার দিকে নরুন্দি বাজারে ওএমএস ডিলার তোফাজ্জল হোসেন তোফার গুদাম থেকে ১২৬ বস্তা চাল (৭৭৪০ কেজি) জব্দ করা হয়। সেই সাথে ডিলারকে আটক করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার ও মজুদের অপরাধে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply