শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনই ছিল অপ্রাপ্তবয়স্ক শ্রমিক।
বুধবার ২৪ জনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কারখানায় পুড়ে যাওয়া ৪৮টি মৃতদেহের ডিএনএ পরীক্ষা করে ৪৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি তিনটি লাশেরও ডিএনএ পরীক্ষার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার বলেন, ৪৮টি নমুনার মধ্যে যে ৪৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, তাদের ৩০ জন নারী ও ১৫ জন পুরুষ।
সিআইডি জানিয়েছে, ৪৮ জনের মৃতদেহ শনাক্ত করার জন্য স্বজনদের ৬৮ জনের কাছ থেকে তারা নমুনা সংগ্রহ করেছে। ৪৮ জন শ্রমিকের মধ্যে ৩১ জনই নারী, বাকি ১৭ জন পুরুষ।
স্বজনরা সিআইডিকে যে তথ্য দিয়েছেন, তাতে ওই ৪৮ জনের মধ্য ১৩ জনের বয়স ১৮ পার হয়নি। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী হাসনাইনের বয়স ১২ বছর, তার বাড়ি ভোলায়।
ঢাকা মেডিকেলে লাশ নিতে আসা আগুনে পুড়ে মারা যাওয়া সাগরিকা সায়লার বাবা স্বপন মিয়া জানান, তিন বছর আগে ওই কারখানায় চাকরি শুরু করেছিল তার মেয়ে, তখন তার বয়স ছিল ১৪ বছর।
স্বজনদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই কারখানায় অনেক শ্রমিকের বয়স ১৫ থেকে ১৬ বছর হলেও তাদের ১৮ বছর দেখানো হয়েছে।
শনাক্ত ৪৫টি মৃতদেহের মধ্যে ২৪ জনের লাশ বুধবার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে জানিয়ে সিআইডি অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, “বাকি মৃতদেহ শনিবার হস্তান্তর করা হবে।”
বুধবার যাদের মৃতদেহ হস্তান্তর করা হয় তারা হলেন- নোয়াখালীর এনায়েত হোসেনের ছেলে মো. আয়াত হোসেন (১৯), একই জেলার আবুল কাসেমের ছেলে রাশেদ (২৫) এবং বাশারের ছেলে তারেক জিয়া (১৫)।
কিশোরগঞ্জের নিজাম উদ্দিনের মেয়ে সাহানা আক্তার (১৮), একই জেলার খোকনের স্ত্রী জাহানারা বেগম (৩৮) ও ঝর্না আক্তারের মেয়ে ফারজানা (১৪), সুজনের মেয়ে ফাতেমা আক্তার (১৫), গিয়াস উদ্দিনের ছেলে মুন্না (১৬), স্বপন মিয়ার মেয়ে সাগরিকা সায়লা (১৭)।
এছাড়া কিশোরগঞ্জ জেলার তাহের উদ্দিনের ছেলে নাঈম ইসলাম (১৬), আব্দুল কাইয়ুমের মেয়ে খাদিজা আক্তার (১৬), মাহতাব উদ্দিনের স্ত্রী সাহানা আক্তারের (৪৪) মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জের বেলাল হোসেনের মেয়ে মিতু আক্তার (১৭), একই জেলার সুমাইয়া আক্তারের মা ফিরোজার (৩৬) মৃতদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
নরসিংদীর জসিম উদ্দিনের মেয়ে রিয়া আক্তার (৩০), গাইবান্ধার হাসানুজ্জামানের মেয়ে নুসরাত জাহান টুকটুকি, নেত্রকোণার কবির মিয়ার মেয়ে হিমা আক্তার, পাবনার শাহাদত খানের ছেলে মোহাম্মদ আলী, গাজীপুরের লিলি বেগমের ছেলে রিপন মিয়ার (১৭) মৃহদেহ হস্তান্তর করা হয়।
এছাড়া নেত্রকোণার আজমত আলীর মেয়ে তাকিয়া আক্তার, বগুড়ার নয়ন মিয়ার মেয়ে নাজমা খাতুন, হবিগঞ্জের আব্দুল মান্নানের মেয়ে ইসরাত জাহান তুলী, ডেমরার নাজমুল হোসেনের মা নাজমা বেগম (৩৫), ভোলার কবির হোসেনের ছেলে রাকিব হোসেনের (১৭) লাশ বুঝে পেয়েছেন স্বজনরা।
নারায়ণগঞ্জে আগুনে পোড়া মৃতদেহগুলো নিতে বুধবার মর্গে ২৪টি অ্যাম্বুলেন্স আনা হয়। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, “পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে অ্যাম্বুলেন্সগুলো রেখে মৃতদেহ হস্তান্তর করা হয়।”
নিহত শ্রমিকদের মধ্যে ১৮ জনই কিশোরগঞ্জ জেলার, ভোলার রয়েছে ৫ জন, নোয়াখালীর ৪ জন, নেত্রকোণা ও হবিগঞ্জের ৩ জন করে, নারায়ণগঞ্জ ও গাইবান্ধার ২ জন করে আর মৌলভীবাজার, গাজীপুর, রাজশাহী, নরসিংদী, পাবনা, দিনাজপুর, জামালপুর, ঢাকা, নীলফামারী, বগুড়া ও বরিশাল জেলার একজন করে শ্রমিক রয়েছে।
Leave a Reply