রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানের ঋণ খেলাপীর তথ্য গোপনের অভিযোগে করা মামলার কারণে শপথ কার্যক্রম স্থগিত করেছে আদালত।বরগুনা যুগ্ম জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ইসমাইল হোসেন বুধবার শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
জানাগেছে, আমতলী উপজেলা পরিষদ নির্বাচন গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু ২৬ হাজার ৩৩৬ ভোট পেয়ে হেরে যান। বিজয়ী প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান হলফনামায় ঋণ খেলাপীর তথ্য গোপন করে উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এমন অভিযোগ এনে ছজু বরগুনা যুগ্ম জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে রবিবার মামলা দায়ের করেন।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বিজয়ী প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানকে ২৪ ঘন্টার মধ্যে কেন তার চেয়ারম্যান হিসেবে শপথ কার্যক্রম স্থগিত হবে না তার কারণ জানতে চেয়ে নোটিশ দেয়। মঙ্গলবার আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান আদালতে ১৫ দিনের সময় আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক তাকে এক দিনের সময় দেয়।
বুধবার ছিল ওই মামলার শুনানি। শুনানি শেষে আদালতের বিচারক ইসমাইল হোসেন উপজেলা চেয়ারম্যান হিসেবে গোলাম ছরোয়ার ফোরকানের শপথ গ্রহণ কার্যক্রম স্থগিতাদেশ দিয়েছেন।মামলার বাদী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু আদালতের রায়ের প্রতি সন্তুষ্ট হয়ে বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।মামলার বাদী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজুর আইনজীবী জগদীশ চন্দ্র শীল বলেন, গোলাম ছরোয়ার ফোরকান হলফনামায় ঋণ খেলাপীর তথ্য গোপনের অভিযোগের মামলায় আদালতে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক সন্তুষ্ট হয়ে তার (ফোরকান) উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ কার্যক্রম স্থগিত করেছেন।
Leave a Reply