শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে ১০ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করার দায়ে মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে চিন্ময় বেপারী (৩৫) নামের এক বখাটে যুবককে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণিতে পডুয়া এক ছাত্রীকে তার স্কুলে যাওয়া-আসার পথে প্রতিনিয়ত ওই ইউনিয়নের জুলুহার গ্রামের হেনরঞ্জন বেপারীর ছেলে চিন্ময় উত্যক্ত করতো। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের লোকজন নেছারাবাদ ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর কাছে এ ব্যাপারে একটি অভিযোগ দেয়।
অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ছাত্রীটি বাড়ি ফেরার সময় যথারীতি চিন্ময় তার হাত ধরে টানাটানি করলে পুলিশ তাকে আটক করে।
পরে বিকেলে অভিযান পরিচালনাকারীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে চিন্ময়কে হাজির করলে আদালত চিন্ময়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
Leave a Reply