মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সেনাবাহিনী পৌঁছা মাত্র মূর্হুতের মধ্যে বাইরে থাকা লোকজনের জটলা উধাও হয়ে ফাঁকা হয়ে পড়েছে সড়ক।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা দুইটার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর পশ্চিম বাজার এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ইকড়ছই এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। সুনামগঞ্জ জেলা শহর থেকে সেনা সদস্যদের একটি গাড়ী জগন্নাথপুর উপজেলা উপজেলা সদরে আসার পথে ইকড়ছই এলাকায় পৌঁছা মাত্র সড়ক এলাকায় থাকা কিছু লোকজন জটলা বেঁধে থাকা লোকজন ছুঁটতে থাকেন। ওই সময় গাড়ি থেকে নেমে সেনা সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখতে কিছুক্ষণ সড়ক টহল দেন। এসময় মুর্হতের মধ্যে বাইরে বের হওয়া লোকজনের জট উধাও হয়ে যায়। পরে সেনা সসস্যরা উপজেলা সদরের দিকে চলে যান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) মাহফুজুল আলম মাসুম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশেনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরা সমাজিক দূরুত্ব বজায় রাখতে কাজ করছেন।
একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে ঘরে থাকার জন্য জনসাধারণকে আহবান জানান তিনি ।
Leave a Reply