মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: চট্টগ্রামে র্যাব, পুলিশের আলাদা অভিযানে সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে নগরীর সদরঘাট ও ফিরিঙ্গীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. ফয়সাল (৪৩), মো. আব্দুল বারেক (২০) ও নুর আয়েশা (২৭)।
র্যাব-৭ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে ৭ হাজার ৫৪৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
র্যাব জানায়, ফয়সালের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে নৌ পথে বরিশাল যাতায়াত করতেন।এদিকে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল বুধবার রাতে নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে বারেক ও নুর আয়েশাকে। তাদের দুজনের বাড়ি টেকনাফে।
গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থেকে তারা ইয়াবাগুলো আচারের প্যাকেটে করে চট্টগ্রামে নিয়ে এসেছিল বিক্রির জন্য। তাদের আটকের পর সাথে থাকা আচারের প্যাকটের বেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।দুই ঘটনায় সদরঘাট ও কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
Leave a Reply