সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মঠবাড়ি ইউনিয়নবাসীর আয়োজনে রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি আন্দোলনের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম আল হাদি, মো. বেলায়েত হোসেন, হারুন অর রশীদসহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা অবক্ষয়ের কারণে দিনেরাতে প্রকাশ্যে মাদকসহ বিভিন্ন নেশাদ্রব্য সমাজে ছড়িয়ে পড়েছে। যার কারণে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এই মাদকসেবী সন্ত্রাস চাঁদাবাজদের হাত থেকে মুক্ত পেতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানাই তারা দ্রুত সমাজ থেকে এসকল মানুষদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করুক নয় তো সাধারণ মানুষ আইন হাতে নিয়ে এদের ব্যবস্থা করবে।
Leave a Reply