শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। আজ রোববার দুপুরে এমআরটি ৬ এর উপপরিচালক তরফদার মাহমুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর ২টা ৫০ মিনিটে কাজীপাড়া মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো চলাচল বন্ধ দেখতে পাওয়া যায়।
ডিএমটিসিএল এর জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম (সিগন্যালিং) ডেইলি স্টারকে বলেন, ‘মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক লাইন ট্রিপ করায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে।’
এর আগে, আজ বিশ্ব ইজতেমার শেষ দিন হওয়ায় যাত্রীদের প্রচণ্ড ভিড় সামলাতে উত্তরা উত্তর স্টেশনের প্রবেশপথ সময়ে সময়ে বন্ধ করে দিতে হচ্ছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আজ রোববার সকাল সাড়ে ১১টা থেকে মেট্রোরেল কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেওয়া শুরু করেছে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন (৬) এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘আজ যাত্রীদের প্রচণ্ড চাপ। স্টেশনের প্রথম তলা যেখানে টিকিট বিক্রি হয়, এর একটি নির্দিষ্ট ধারণক্ষমতা আছে। সেই ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় উত্তরা উত্তর স্টেশনের প্রবেশপথগুলো বন্ধ করতে হয়।’
দুপুর ১টা ৫০ মিনিটে তিনি বলেন, ‘প্রতি আধঘণ্টা অন্তর অন্তর প্রবেশপথ বন্ধ করতে হচ্ছে। যাত্রীদের চাপের কারণেই আমাদের এই ব্যবস্থা চালিয়ে যেতে হচ্ছে।’
Leave a Reply