সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর জেলা ও মঠবাড়িয়ার উপজেলা মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে উপজেলার বলেশ^র নদী থেকে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। সোমবার দিনভর এ অভিযানের বলেশ^র নদের বড়মাছুয়া থেকে মাঝের চর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, এ অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ জব্দকৃত কারেন্ট জাল জব্দ করে পিরোজপুর জেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারি, মঠবাড়িয়া থানার এসআই শফিকুল ইসলামসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা। মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply