বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ এই প্রথম দ্বীপ জেলা ভোলায় একসাথে দুইজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১ টার দিকে তাদের রিপোর্ট পজেটিভ হওয়ার সংবাদ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে একজন সাড়ে ৮ বছরের কন্যা শিশু। তার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। তার কাকি বোরহানউদ্দিন হাসপাতালের নার্স।
সম্প্রতি তার সর্দি জ্বর হলে সন্দেহ বশত তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। অপর জন ২২ বছরের যুবক। তার বাড়ি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। ২২ বছরের এক যুবক। স্থানীয় সুত্র জানায় এদেরে কারোরই করোনা লক্ষণ প্রকাশ পায়নি।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডাক্তার মাহমুদুর রশিদ জানান, করোনা আক্রান্ত যুবক ঢাকা থেকে এসেছেন এই খবর পেয়ে সন্দেহবশত তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।
সুত্র আরও জানায়, বুধবার ভোলা থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। তাদের মধ্য থেকে ২ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সুত্র আরও জানায়, গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভোলা থেকে মোট ২৫৫ জনের নমুনা নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে ২২৩ জনের। যার মধ্যে ২২১ এনর রিপোর্ট নেগেটিভ এসছে।
Leave a Reply