সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:ভিসির পদত্যাগ নয়তো পূর্ণ মেয়াদের ছুটির বিষয়ে লিখিত প্রাপ্তির দাবিতে অনড় থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটির দিন শুক্রবারেও কর্মসূচি পালন করেছে।আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নীচতলায় প্রধান ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন শুরু করে। যা সন্ধ্যার আগমুহূর্ত পর্যন্ত চলে।এ সময় শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি গানও পরিবেশন করেন।এদিকে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীরা প্রতিবাদী কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।আন্দোলনরত শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, পহেলা বৈশাখ বাঙ্গালির প্রাণের উৎসব। এ দিন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলশোভাযাত্রার র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে। শিক্ষার্থীরা চাচ্ছে পহেলা বৈশাখে প্রতিবাদী কর্মসূচি পালন করতে। কর্মসূচির বিষয়বস্তু চূড়ান্ত হতে আরো সময় লাগবে বলে জানিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখে কর্মসূচি যাই হোক আমাদের সকল শিক্ষার্থীদের দাবীর কথা ফুটিয়ে তোলা হবে।
অপর শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, ভিসির পদত্যাগ নয়তো পূর্ণ মেয়াদের ছুটির বিষয়ে লিখিত না পাওয়া পর্যন্ত আন্দোলনের পথ থেকে পিছু হটার কোন কারণ নেই। আজ ১৮ দিন ধরে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এ কর্মসূচি চলছে, দাবী আদায় না হওয়া পর্যন্ত চলবে।এদিকে গতকাল সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। যাদের মধ্যে বেশ কয়েকজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply