রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি সদর উপজেলার রমানাথপুর গ্রামে এক গৃহবধূ তার দেবরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন। অভিযুক্ত দীন মোহাম্মদ খান ওরফে রাজু (৩৫) মামলা দায়েরের পর থেকে বাদীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে এবং মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলামকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদী কনা বেগম (৪৪) নিজ বাড়ির সামনের একটি কক্ষে থাকা অবস্থায় রাজু তার ওপর হামলা চালিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাকালে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
বাদী জানান, দীর্ঘদিন ধরে রাজু তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। বিদেশে থাকাকালীনও তিনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অশ্লীল আচরণ ও ধর্ষণের হুমকি দিতেন। ঘটনার দিন রাজু জোর করে তার ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। পরে বাদী রাত ৯টার দিকে থানায় গেলে পুলিশ তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরদিন তিনি ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করেন।
মামলার সাক্ষী হিসেবে স্থানীয় নাছিমা বেগম, সিয়াম খান, মরিয়ম বেগম ও মো. শাহ আলমসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তকারী এসআই আসাদুল ইসলাম বলেন, “আসামি ও বাদী আত্মীয়। আমরা উভয় পক্ষের সাথেই কথা বলেছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, মামলার পর থেকে অভিযুক্তের ভয়ভীতি ও হুমকির কারণে ভুক্তভোগী পরিবার আতঙ্কিত। স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply