শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি ॥
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের নারী মাস্তান লাকী বেগমের তান্ডবে দিশেহারা হয়ে পড়েছে একটি কৃষক পরিবার। উক্ত লাকি বেগম তার স্বজন ও ভাড়াটে মাস্তান নিয়ে গতকাল শনিবার কৃষক বাদলের গোয়লঘর ও বাগান বাড়ি দখল করে নেয়। জমি দখল করেই খান্ত হয়নি এ চক্রটি। বাদলকে হত্যার হুমকি দিয়ে বলে দিনের আলো থাকতেই এলাকা ছেড়ে চলে যেতে হবে।
অন্যথায় তার লাশ মাছের খাবার হবে। অসহায় বাদল সাংবাদিকদের জানান, উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের মুজাহার আলী হাওলাদারের মেয়ে এ নারী মাস্তান লাকী বেগম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দোহাই দিয়ে পুলিশ প্রশাসনকে জিম্মি করে ইতিমধ্যে তার বিরুদ্ধে ৩টি সাজানো মামলা দায়ের করেছে। এক মাসের ব্যবধানে উক্ত মামলাগুলো চাপের মূখে ভান্ডারিয়া থানা পুলিশ এজাহার ভূক্ত করে। এসব ঘটনার প্রতিকার চেয়ে কৃষক বাদল স্থানীয় থানায় মামলা দায়ের করতে চাইলে পুলিশ তা আমলে না নিয়ে উল্টো বাদলের বিরুদ্ধে মামলা গ্রহণ করে।
বর্তমানে বাদলসহ তার পরিবার চরম নিরাপত্তা হিনতায় ভুগছে এবং বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এব্যাপারে সাংবাদিকরা লাকী আক্তারের বাড়িতে গিয়ে তার কাছে জানতে চাইলে তিনি ঘরের দরজা বন্ধ করে গাঁ ডাকা দেন। ভা-ারিয়া থানার অফিসার ইন চার্জ মো. শাহাবুদ্দিন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মমাল গ্রহণ করতে হয়েছে। তবে তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।
Leave a Reply