শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা আর সংসদে দুই নম্বর চেয়ারে বসতে চাই না, বিরোধী দলে থাকতে চাই না, এবার আমরা ক্ষমতায় যেতে চাই।
আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে জাতীয় পার্টির যৌথসভা উপলক্ষে শুক্রবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এরশাদ আরও বলেন- পার্টির যৌথসভায় প্রমাণ হবে, আমরা শক্তি অর্জন করেছি। আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত। তাই নির্বাচনকে সামনে রেখে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
দলের বিভিন্ন সাংগঠনিক জেলা, উপজেলা ও মহানগর ছাড়াও অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সাল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা আলমগীর শিকদার লোটন, গোলাম মোহাম্মদ রাজু, জসিম উদ্দিন ভূঁইয়া, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর হোসেন মানিক, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ, মিজানুর রহমান দুলাল, ফজলে এলাহি সোহাগ, আমন রফিকুল আলম সেলিমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply