সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। এ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে নাসার চুক্তি সই হবে, যা দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৬ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অর্ধশতাধিক দেশ থেকে সাড়ে পাঁচ শতাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা অংশগ্রহণ করবেন। এতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৯ এপ্রিল মূল বক্তব্য দেবেন।
বিডার নির্বাহী পরিচালক আরো জানান, সম্মেলন চলাকালে দেশি-বিদেশি পাঁচজন বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে। তিনি বলেন, এই সম্মেলনটি ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে সরাসরি প্রচারিত হবে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এর সঙ্গে যুক্ত হতে পারে। এছাড়াও, বিদেশি বিনিয়োগকারীদের সাক্ষাৎকার নেওয়ার জন্য একটি মিডিয়া কর্নার থাকবে।
এ সম্মেলনটি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বৈদেশিক সম্পর্কের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বিডার কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের আয়োজন দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
Leave a Reply