রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশায় গায়ের জোরে ২.১৯ শতাংশ জমি দখল করে পাকা ভবন নির্মাণ ও ২০ হাজার টাকা মূল্যের গাছ কর্তনের অবিযোগ পাওয়া গেছে। শনিবার এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ভুক্তভোগী ফিরোজ তালুকদার। ডায়েরী নং-৭০৯।
সাধারণ ডায়েরী ও অভিযোগ সূত্রে জানাযায়, ১৬ই অক্টোবর পশ্চিম পাংশা গ্রামের মৃতু হাকিম তালুকদারের পুত্র মোঃ ফিরোজ তালুকদারের ওয়ারিশ সুত্রে পাওয়া রবীন্দ্রনগর মৌজার জেএল নং-৫১ এর ২৫৭নং খতিয়ানের ৮৪৪নং দাগে ৯ শতাংশ জমির ২.১৯ শতাংশ জমি একই বাড়ির মৃত আব্দুল হাই তালুকদারের পুত্র বিজিবি সদস্য শহিদুল ইসলাম ওরফে জাহাঙ্গীর ও শাহীন তালুকদার জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ ও বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে। গাছ কর্তনে বাধা দিলে প্রান নাশের হুমকি দিয়েছে বলে জানা গেছে। তাৎক্ষনিক ভুক্তভোগী ফিরোজ তালুকদার এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই নির্মানাধীন কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং কাগজপত্র দেখে শালিস মিমাংশার কথা বলে। পুলিশের নির্দেশ উপেক্ষ করে অভিযুক্তরা পাকা ভবনের কাজ চালিয়ে যায় বলে জানা যায়।
অভিযুক্ত শহিদুল ইসলাম গাছ কর্তনের কথা অস্বিকার করে বলেন নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় শালিসের মাধ্যমে মিমাংশা করার কথা হয়েছে।
এয়ারপোর্ট থানা সূত্র জানায় গাছ কর্তন ও জমি দখল করে পাকা ভবন নির্মানের ঘটনায় দায়েরকৃত অভিযোগটি সাধারণ ডায়েরী ভুক্ত হয়েছে। তদন্তে সত্যতা পেলে মামালা হতে পারে।
Leave a Reply