বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন এর পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাস’র কারনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। দ্বিতীয় পর্যায় শনিবার দিনভর বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার জাহাঙ্গীরনগর, দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তৈল, আলু, পিঁয়াজ ।
এসময় উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল আলম ফকির, কামরুল ইসলাম হিমু, মোস্তাফিজুর রহমান ফারুক, মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক কামাল সরদার, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান,উপজেলা বিএনপি প্রচার সম্পাদক ইউসুফ হোসেন মাস্টার, উপজেলা যুবদল এর সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন। কেদারপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিলটন। জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দেহেরগতি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিলন খান, ইউপি সদস্য শাহিন হোসেন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম -সাধারণ সম্পাদক মিন্টু বেপারী, কেদারপুর যুবদল সভাপতি আকতার হোসেন রতন, মাধবপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, ছাত্রদল নেতা আজিজুল ইসলাম, ইমরান হোসেন, আরিফুল ইসলাম রবিন প্রমুখ।
Leave a Reply