সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়া উপজেলা,পৌর ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এবং সনাতনী ছাত্র ও যুব পরিষদের সার্বিক সহযোগিতায় দুদিন ব্যপী শ্মশান কালি মাতা পূজা ও দীপাবলি উৎসব ২৮ অক্টোবর সোমবার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এর আগে ২৬ অক্টোবর শনিবার বিকেল ৪টায় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে উপ-মহাদেশের অন্যতম শ্মশান কালি মাতা পূজা ও দীপাবলি উৎসবের শুভ সূচনা করা হয়। মঙ্গল শোভাযাত্রা থেকে দেশ ও জাতির সার্বিক কল্যান কামনা করা হয় বলে পূজারী ও ভক্তবৃন্দরা জানান।
ওইদিন সন্ধ্যায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা কমিটি.পূজারী ও ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলেন,এখানে যে যার ধর্ম নিজের মতো করে পালন করবেন,আমরা পাশে থাকবো। বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল অনুষ্ঠানের উদ্বোধক হিনেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়[া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান,পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম।
সনাতনী যুব পরিষদের সদস্য উজ্জ্বল মিস্ত্রীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার পৌর শাখা আওয়ামী লীগ নেতা ও উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক রিপন বনিক,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় (সুমন), সম্পাদক প্রসেনজিদ বড়াল,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,সনাতনী ছাত্র পরিষদের সদস্য ডাক্তার সাগর চন্দ্র শীল,হৃদয় সাহা প্রমূখ। পূজার প্রথম দিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দ্বিতীয় দিন কবিগান অনুষ্ঠিত হয়। উভয় দিনই সকল অংশ গ্রহনকারীদের আর্কষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।
Leave a Reply