মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ একটু সুখের জন্য মানুষ কত কিছুই না করে। আর তা যদি হয় মাথা গোঁজার ঠাই, তবেতো সুখের সীমানা পেরিয়ে অন্য এক অনুভূতি কাজ করে কুড়ে ঘরে থাকা পরিবারের মধ্যে।
এমনই এক সুখের ঠিকানা খুঁজে পেতে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হত দরিদ্র দিনমজুর মো. শহীদ সরদারদের পরিবার।
শহীদসহ তার স্ত্রী রীনা বেগম ও তৃতীয় শ্রেণীতে পড়ুয়া তাদের মেয়ে লামিয়ার অভিযোগ করে বলেন স্থানীয় ২নং ওয়ার্ডের মেম্বর মো. শাহজাহান গত ২ বছর পূর্বে তাদেরকে সরকারি একটি টিনের ঘর দেয়ার কথা বলে ৫ হাজার টাকা নেন।
ওই ৫ হাজার টাকা শহীদ সরদার একজনের কাছ থেকে সুদে এনে মেম্বর শাহজাহানকে দিয়েছেন বলে জানান। গত ২ বছর থেকে বর্তমান পর্যন্ত ওই টাকার জন্য মাসে ৫শত টাকা সুদ দিতে হচ্ছে দরিদ্র এই পরিবারটিকে।
দিন যত যাচ্ছে সুদ ততই দিতে হচ্ছে এই হত দরিদ্র পরিবারটিকে। ঘর কবে পাবে সেটা নাকি মেম্বর সাহেব জানেন না বলে জানিয়েছেন। তবে আসলে তাদেরকে ঘর দেওয়া হবে বলে নাকি কথা দিয়েছেন।
এখন আর প্রভাবশালী মেম্বর শাহজাহান তিনি শহীদ ফোন দিলেও তা রিসিভ করেন না বলেও অভিযোগ রয়েছে।
রীনা বেগম জানান, রোদ,বৃষ্টি আর ঝড় সবই তাদের জন্য এক হুমকি। কারন কুড়ে ঘরে থাকাটা যে কতো বেদনা দায়ক তা উঁচু তলায় থেকে অনুভব করা যায় না। একটি ছেলে রাকিব তাকে ঠিকমতো লেখাপড়াও করাতে পারেনি। দরিদ্রের কষাঘাতে সন্তানটি তার কোমল হাতে দিন মজুরের কাজ করছে। আর একমাত্র মেয়ে লামিয়ার পড়ার খরচ বহন করাও কষ্টকর হয়ে পড়েছে তাদের জন্য।
এ বিষয়ে জানতে মেম্বরের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়ায় তার বক্তব্য সংযোযন করা সম্ভব হয়নি। তবে দরিদ্র পরিবারটির অভিযোগের ভিডিও চিত্র রয়েছে প্রতিনিধির কাছে।
কুড়ে ঘর থেকে সরকারি একটি ঘর এই পরিবারটির জন্য আশাক ছোঁয়া স্বপ্ন। তাই তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের মাথা গোঁজার ঠাই করে দেয়ার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply