বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রাম থেকে চাষকরা গাজার গাছ ও গাজাসহ সোহেল মৃধা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
থানা সূত্রে জানা গেছে,রোববার রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের সাবেক ইউপি সদস্য হান্নান মৃধার ছেলে সোহেল মৃধা কে আটক করা হয়।
সোহেল দীর্ঘ দিন ধরে তার বাড়ীর পার্শবর্তী সাকরাল এলাকায় নিজস্ব মাছের ঘের ও হাসের খামারের অন্তরালে মাদক ব্যবসা করে আসছিলো।
রাত ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক ও তার খামারের অফিস ঘরের পাশে চাষকরা ৯ টি গাজার গাছ ও ৫ পুড়িয় াগাজা উদ্ধার করে।
এ ব্যপারে থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে থানায় সোহেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
সোমবার সকালে তাকে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি )শিশির কুমার পাল জানান, সোহেল মৃধা দীর্ঘ দিন ধরে গাজার ব্যবসাকরে আসছিল।
Leave a Reply