সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার চরহোগলা মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় স্কুল মাঠে এই ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আনিচুর রহমান।
ক্রীড়া প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন চরহোগলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আমিনুর রহমান খান (ঝান্ডা) সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইদুর রহমান (মাসুদ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত হোসেন চৌধুরী, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, ঢাকার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ খান, চরমোনাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম আঃ ছালাম রাড়ী, মিনা ব্রিকস, এর প্রোপাইটর সৈয়দ সেরাজুল ইসলাম (উজ্জল)।
ক্রীড়া প্রতিযোগীতা শেষে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply