সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে আটকের পর হাতে ইয়াবা দিয়ে মারুফ সিকদার নামে এক যুবককে নির্যাতনের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারকে বরিশাল থেকে ক্লোজড করা হয়েছে। তার পরিবর্তে বরিশালে কাজ করবেন পরিদর্শক মো. মোস্তাফা জামান।
বুধবার (১০ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রধান কার্যালয় সংযুক্ত করা হয়। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে এ সংক্রান্ত আদেশটি মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আদেশে বলা হয়েছে, ১৪ মার্চের মধ্যে প্রধান কার্যালয়ের উপ-পরিচালকের (প্রশাসন) কাছে রিপোর্ট করতে হবে আব্দুল মালেক তালুকদারকে।
জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের স্টাফ অফিসার ও সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, এক যুবককে নির্যাতনের বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার তাৎক্ষণিক অধিদফতরের বরিশালের বিভাগীয় প্রধান অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ডুর কাছে প্রতিবেদন চান। ওই প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলাবিধি ভঙ্গের অভিযোগে পরিদর্শক আব্দুল মালেক তালুকদারকে বরিশাল থেকে প্রত্যাহার করা হয়েছে।
সম্প্রতি ওই যুবককে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার। ভিডিওতে দেখা যায়, নিজ অফিস কক্ষে হ্যান্ডকাফ পরা এক যুবকের হাতে পাঁচটি ইয়াবা দিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছেন আব্দুল মালেক তালুকদার। মাদকের কথা স্বীকার না করায় তাকে লাঠি দিয়ে মারধরও করেন। ওই সময় নির্যাতিত যুবক পানি চাইলেও তাকে পানি না দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তিনি।
Leave a Reply