শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল জেলা জুড়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে প্রশাসন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, মার্চ মাসে দেশে করোনা পরিস্থিতির সূত্রপাত হওয়া থেকে শুরু করে ১৬ মে পর্যন্ত বরিশাল জেলায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক, স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন।
সূত্র জানায়, গত দেড় মাসেরও অধিক সময়ে মোট ২৫৫টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। এসব অভিযানে মোট ৪শ’ ব্যক্তি ও ৪৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসবে মোট ৩৬ লাখ ৪৯ হাজার ৪৫০ টাকা জরিমানা ও ৪৭ ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৬টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে বলেও জানানো হয়।
Leave a Reply