মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এঘটনায় একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ৪ জুন) উপজেলার হরিনাপুর বাজারে এঘটনা ঘটে।
নিহত মারুফা বেগম (৬০) স্বামী ছমির লটিয়া(৭০) তিনিও একই ঘটনায় গুরুতর আহত হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত ছমির লটিয়া জানান, তারা দুজন ডায়াবেটিস রোগে আক্রান্ত। তারা প্রতিদিন সকালে হাটতে বেড় হন। প্রতিদিনের মতো দুজন ৪ জুন বৃহস্পতিবার সকালে হাটতে বেড় হন।
সকাল সাড়ে ৬ টার দিকে হরিনাথপুর বাজার এবং জব্বার মেহমান কলেজের মাঝামাঝি সড়কের বিপরীত দিক থেকে একটি ট্রলি এসে তাদের দুজনকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়।
এরপর তার আর কিছু মনে নেই। পরে তিনি জানতে পারেন তিনি হিজলা হাসপাতালে আছেন। তবে তিনি এখনো জানেন তার স্ত্রী সুস্থ আছেন।
স্থানীয়দের সহায়তায় তাদের দুজনকে হিজলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ ইকরাম হোসেন মারুফা বেগমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান,ঘাতক ট্রলিটির মালিক এবং চালক হরিনাথপুর ইউনিয়নের মালেক মোল্লার ছেলে পাকির মোল্লা । স্থানীয়রা তাকে নলীম বলে ডাকে।
তবে স্থানীয়রা আরো জানান নলীম সব সময় বেপরোয়াভাবে গাড়ি চালায়, কাউকেই পরোয়া করে না। তবে ট্রলিটি এখনো ঘটনার স্থানে রয়েছে এবং এর চালক পলাতক রয়েছে।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে হরিনাথপুর ফাঁড়ি ইনচার্জ এস আই তারেক জানান লাশের সুরতহাল রিপোর্টে দেখা গিয়েছে ট্রলির ধাক্কায় রাস্তায় পরে গিয়ে নিহতের মাথা থেতলে গিয়ে মস্তিস্ক বেরিয়ে যায়।
নিহতের স্বজনরা ঢাকা থেকে এলাকায় আসলে লাশের ময়না তদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। দুর্ঘটনার কথা শুনে নিহতের বাড়িতে ছুটে যান হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।
এসময় উক্ত স্থানে উপস্থিত ছিলেন হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আঃ লতিফ খান।
Leave a Reply