বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ৩০টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু নেতাদের তালিকা প্রকাশ করেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু জানান, মঙ্গলবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
তালিকায় মহানগরের ৩০টি ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিবের নাম উল্লেখ করা হয়েছে। আগামী তিন মাস এ কমিটি কার্যকর থাকবে। এরপর নেতাদের সাংগঠনিক দক্ষতার নিরিখে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেওয়া হবে।
Leave a Reply