শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:রেফকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিদারুল আলমের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামাণিকের বিচারাধীন আদালত জনতা ব্যাংক লিমিটেডের মামলা আমলে নিয়ে এ আদেশ দেন।
ব্যাংকের পক্ষে মামলাটি দায়ের করেন ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল মান্নান। অভিযোগে তিনি উল্লেখ করেন,ব্যবসায়িক প্রয়োজনে দিদারুল ৬১ কোটি টাকা ঋণ নেন। গত ৩১ ডিসেম্বর তারিখে তার কাছে ঋণের কিস্তি বাবদ ৪ কোটি ৫২ হাজার টাকা পাওনা হলে চেকে পরিশোধ করেন।
২২ জানুয়ারী নগদায়নের জন্য চেকটি ব্যাংকে জমা দেয়া হলে তার হিসাব শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়। গত ৪ ফেব্রুয়ারী লিগ্যাল নোটিশ দিলেও দিদারুল টাকা ফেরত দেয়নি। এভাবে অভিযোগ দায়ের হলে আদালত দিদারুলকে হাজির হতে আদেশ স্বরুপ তার বিরুদ্ধে সমন জারি করেন বলে আদালত সূত্র জানায়।
Leave a Reply