বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে কোষ্টগার্ডের হাতে আটক হয়েছে ১০ জন ভূয়া ইলিশ সাংবাদিক। আজ শুক্রবার (১৮ই) অক্টোবর বিকেল ৩টার দিকে নদীতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় একটি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আটককৃত ইলিশ নিধন সাংবাদিকরা হলেন, ঝন্টু, হাসিব খলিফা, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, মোর্শেদ আলী ইমন, হাফিজুর রহমান, রুহুল আমিন।
জানা গেছে প্রতিবছর এরা ক্রাইম রিপোর্টাস এর নাম পরিচয় ব্যবহার করে এবং ক্রাইম রিপোর্টাস এর গেঞ্জি গায়ে দিয়ে মা ইলিশ নিধন করে আসছে। প্রশাসনের লোক দেখলেই নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে পার পেয়ে যায়।
এবিষয়ে কখনো প্রশাসন জানতে চাইলে ইলিশ সাংবাদিকরা তাদের জবাবে একটু দেখতে নামছি বলে চালিয়ে দেয়। এবার আর তাদের সেই সুযোগ হয় নাই। জাল তোলা অবস্থায় তাদের আটক করে কোষ্ট গার্ড বরিশাল বগুড়া জাহাজের সদস্যরা।
অভিযান পরিচালনা করেন বগুড়া জাহাজের এলএমএ আবিদুল ইসলাম। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
এর মধ্যে রয়েছে বরিশালের আলো পত্রিকার একজন সাংবাদিক তার আইডি কার্ডে দেখা গেছে। বাকিরা কেউ বিশ্ববার্তা পত্রিকার সাংবাদিক আর সবাই বরিশাল বিভাগের পরিচয়ে ক্রাইম রিপোর্টাস এর সদস্য।
আটককৃতদের জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে যাওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এদের সাজা দেয়া হবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত।
অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বিমল চন্দ্র (ইলশা)। তাদের এই ইলিশ নিধন অভিযান আরো জোরদার করা হবে বলে জানান।
Leave a Reply