বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যকর করতে বরিশালে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। দুটি ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন ৩২ ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা এবং রোমানা আফরোজের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
নগরীর নদী বন্দর এবং পোর্ট রোড এলাকায় মাস্ক ব্যবহার না করায় ২৫ ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯শ’ টাকা এবং হাসপাতাল রোড ও রূপাতলী এলাকায় মাস্ক বিহীন ৭ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় পৃথক ভ্রাম্যমাণ আদালত আর্থিক দণ্ডপ্রাপ্ত মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। তারা করোনা সচেতনতার জন্য জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের সচেতনতামূলক ফেস্টুন সাটিয়ে দেন। আইন শৃঙ্খলা বাহিনীর দুটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
Leave a Reply