বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে আবুল হাসান হাওলাদার নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার সকালে উপজেলার দক্ষিণ বান্না এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে, এদিন সকালে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে উজিরপুর থানায় আবুল হাসান হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা। গ্রেফতার আবুল হাসান ওই উপজেলার কমলাপুর এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে ও দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম।
মামলার বরাত দিয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, প্রতিদিন সকালে দক্ষিণ বান্না জামে মসজিদে ছেলে-মেয়েদের আরবি শেখানো হয়। মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদার সেখানে আরবি পড়াতেন। বাদীর আট বছরের ছেলে ওই মক্তবে আরবি পড়তে যেত। শনিবার সকালেও শিশুটি মক্তবে পড়তে যায়। শিশুটি নির্ধারিত সময়ের অনেক পরে বাড়িতে ফেরে। সে বাড়িতে ফিরে বারবার থুথু ফেলে এবং বমির চেষ্টা করে। সেখান থেকে আসার পর তার মন খারাপ ছিল।
সন্ধ্যার দিকে শিশুটি তার মাকে জানায়, মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদার পড়া শেষ হলেও তাকে ছুটি না দিয়ে অপেক্ষা করতে বলেন। সব ছেলে-মেয়ে চলে গেলে ভালো জিনিস খাওয়ানোর কথা বলে হুজুরের কক্ষে নিয়ে যান। এরপর দরজা আটকে দিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওসি জিয়াউল আহসান বলেন, এ ঘটনায় মামলার পর অভিযুক্ত মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply