সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতী করোনার সংক্রামণ ফের বাড়ছে বরিশালে। গত ক’দিন ধরে এই অবস্থা আশংকাজনক দেখা দিয়েছে। তবে সংক্রমণ বাড়লেও বরিশালে স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’- শ্লোগান নিয়ে নগরীতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের যাত্রা শুরু করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে নগরের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণরোধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ২ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply