বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
আগৈলঝাড়া,থানা প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় পরিবারের উপর অভিমান করে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার (৫জুন) রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের সাথে রশি দিয়ে ফাঁসদিয়ে আত্মহত্যা করে । শনিবার( ৬ জুন) সকালে আগৈলঝাড়ায় থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পোষ্টমর্ডের জন্য প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে ও আগৈলঝাড়ায় থানা পুলিশের এসআই শাহাবুদ্দিন জানান, উপজেলার বাকাল ইউনিয়নের বড় মগড়া গ্রামের অমল চন্দ্র রায়ের ছেলে কলেজ ছাত্র আকাশ চন্দ্র রায়(১৮) ল্যাবটপ কেনার জন্য পরিবারের পিতা-মাতার কাছে দাবিকরে।
পিতা-মাতা ল্যাবটপ ক্রয়করে দিতে অস্বিকৃতি জানলে পরিবারের উপর অভিমান করে শুক্রবার রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের সাথে রশি দিয়ে ফাঁসদিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে পুলিশ খবর পেয়ে এসআই শাহাবুদ্দিন লাশ উদ্ধার করে।
আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply