সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় নগরীর কাউনিয়া মহাশ্মশানে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব শুরু হয়েছে।শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এ উৎসব শুরু হয়।
দীপাবলিকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও মহাশ্মশান এলাকা দেশ-বিদেশের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। মোমবাতির আলোয় আলোকোজ্জ্বল হয়ে উঠেছে পুরো শ্মশান এলাকা। এ সময় স্বজনহারারা তাদের প্রিয়জনের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুণ্ডু জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কালীপূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মার শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধী বেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের জন্য প্রার্থনা করেন।তিনি আরও জানান, শুক্রবার (২৫ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এ শ্মশান দিপাবলি উৎসব রোববার দুপুর ১২টা ১৪ মিনিটে শেষ হবে।
প্রতিবছর এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা চতুর্থদশীর পূণ্য তিথিতে বরিশালের আদি শ্মশানে তাদের স্বজনদের সমাধিতে এসে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া সেখানে পূজা অর্চনা করা হয়।
দীপাবলি উৎসব উপলক্ষে কাউনিয়া মহাশ্মশান ও নতুন বাজারের আদি শ্মশানে সমবেত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো হিন্দু নর-নারী। এ উৎসব উপলক্ষে শ্মশান রক্ষা কমিটি এরই মধ্যে ঐতিহ্যবাহী কাউনিয়া মহাশ্মশান আলোকবাতিতে সাজিয়েছে।
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার বলেন, প্রতিবছর ঐতিহ্যবাহী এ মহাশ্মশানে শ্মশান দিপাবলি উৎসবে শ্রদ্ধা জানাতে ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।
Leave a Reply