সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে একসঙ্গে জন্ম নেওয়া তিন কন্যাশিশু “স্বপ্ন, পদ্মা ও সেতু”র বাবা-মাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মিষ্টি ও নগদ আর্থিক সহায়তা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার (নেজারত) সুব্রত বিশ্বাস ফুলের তোড়াসহ উপহার সামগ্রী শিশুদের বাবা সিকদার বাবু ও নুরুন্নাহার বেগম দম্পতির হাতে তুলে দেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া এলাকার বাবু সিকদার ও স্ত্রী নুরুন্নাহার বেগম দম্পত্তির ঘরে অস্ত্রপচারের মাধ্যমে জন্ম হয় ওই তিন শিশুর।
জেলা প্রশাসকের উপহার তুলে দেয়ার পর সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস জানান, একইসঙ্গে তিন কন্যার জন্ম ও স্বপ্নের পদ্মা সেতু নামকরণ করা একটা অভিভূত হওয়ার বিষয়। জেলা প্রশাসক এ খবর শুনে বিষয়টি আরও স্মরণীয় রাখতে বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে পরিবারটির আর্থিক অস্বচ্ছলতার বিষয়টি জেনে অর্থ সহায়তা পাঠিয়েছেন। ভবিষ্যতে তাদের পাশে থাকবে জেলা প্রশাসন।
এ সময় ওই বেসরকারি হাসপাতালের সার্জন ডা. মুন্সী মুবিনুল হক বলেন, ক্লিনিক কর্তৃপক্ষ পরিবারটিকে বিশেষ ছাড় দেবে। পরিবারটিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হবে। তিনি জানান, তিন শিশু সুস্থ থাকলেও তাদের পর্যবেক্ষণের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউ নেটাল ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের মা ক্লিনিকে আছেন।
Leave a Reply