রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশাল জেলার গৌরনদী থানার রাজাপুর গ্রামের অরাজনৈতিক সংগঠন সদকায়ে জারিয়া দীর্ঘদিন যাবৎ এলাকার দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল সকালে পঞ্চাশটি হতদরিদ্র ও গরিব মানুষের হাতে পৌঁছে দিয়েছেন ইফতার ও ত্রাণ সামগ্রী।
যার মধ্যে ছিল চিড়া, মুরি, বুট ও চিনি। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোল্লা আরিফ জানান প্রবাসী ও এলাকার যুবসমাজ নিয়ে গঠিত এই সংগঠন এলাকার বিভিন্ন সমস্যার সমাধান এবং দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করছে।
এ এলাকা থেকে যারা প্রবাসে আছে তাদের আর্থিক সহযোগিতা এবং এলাকার যুবসমাজ কে নিয়ে তাদের এই সল্প আয়োজন। ভবিষ্যতে আরো বড় পরিসরে করার ইচ্ছে প্রকাশ করে বলেন। আমাদের এই সংগঠন সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন।
Leave a Reply