বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ সরকারের স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালন না করায় করোনা ঝুঁকির মধ্যে রয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাধারণ জনগণ। পাশ্ববর্তী উপজেলা গুলোতে প্রতিনিয়িত স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য সচেতনতামুলক অভিযানের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের জন্য অভিযান পরিচালনা করা হলেও আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য কোন অভিযান পরিচালিত হচ্ছে না।
গত তিন দিন আগে উপজেলার সদর বাজারের একজন পাইকারী সবজি বিক্রেতা করোনায় আক্রান্ত হবার ঘটনা সংশ্লিষ্ঠ প্রশাসন অবহিত হবার পরেও তার পরিবারের অন্যান্য সদস্যরা উন্মুক্তভাবে ঘোরাফেরা করছে হাট বাজারসহ সর্বত্র। ওই পরিবার সদস্যদের হাটবাজারে ঘোরাফেরা থেকে কোন রকম বাধা নিষেধ আরোপ করা হয়নি সংশ্লিষ্ঠ প্রশাসনের পক্ষ থেকে। ফলে বাজারের ব্যবসায়িসহ সাধারণ জনগন করোনা ঝুঁকিতে রয়েছেন।
এদিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৫এপ্রিল থেকে প্রাথমিত পর্যায়ে ১সপ্তাহর জন্য সারা দেশে নতুন করে লক ডাউন ঘোষণা করেছে সরকার। এর আগে গত এক সপ্তাহ যাবত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলয় সরকার স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করলেও আগৈলঝাড়ায় জনগনকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতনতা মুলক কোন অভিযান পরিচালিত হবার খবর পাওয়া যায়নি। সর্বত্র লোকজন ঘোরাফেরা করছে মাস্ক ছাড়া। ফলে নতুন করে করোনা সংক্রমনের ঝুকি বাড়ছে আগৈলঝাড়ায়। যা এলাকার জন্য চরম উদ্বেগের কারন হিসেবে দেখা দিয়েছে।
উপজেলা হাসপাতাল প্রধান ডা. বখতিয়াল আল মামুন জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তারা ব্যাপক প্রস্ততি গ্রহন করেছেন। করোনা রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় উপকণের চাহিদা চেয়েছে সরকার। চাহিদানুযায়ি অক্সিজেন, এ্যাম্বুলেন্স এর চাহিদা দেয়া হয়েছে। আক্রান্ত রোগীর জন্য ৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনার নমুনা পরীক্ষা চলমান রয়েছে।
সবজি বিক্রেতার পরিবার সদস্যদের বিষয়ে তিনি বলেন, ওই আক্রান্ত ব্যক্তিকে তারা হোম কোয়ারেন্টাইনে রেখে নিয়মিত খোজ খবর নিচ্ছেন। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। তার পরিবার সদস্যরা উন্মুক্ত ঘোরা ফেরার ব্যাপারে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ঠ চেয়ারম্যান ও ইউএনও তাদের ঘরমুখো হতে ব্যবস্থ গ্রহন করবেন।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার অতি শিঘ্রই মাঠ পর্যায়ে স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনে মাঠে কাজে নামবে। ইতোমধ্যেই ইউএনওকে মাঠে নেমে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে যথাযথ কাজ করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
Leave a Reply