সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে হারিয়ে যাওয়া পোষা কুকুরের সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন কুকুরটির মালিক আবদুল্লাহ আল ইভান। একই সঙ্গে সন্ধানদাতাকে এক হাজার টাকা পুরস্কার দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যার পর তালতলী থানায় জিডি করেন ইভান। এরপর থেকে কুকুরটির সন্ধানে কাজ করছে পুলিশ। ইভানের বাড়ি তালতলী উপজেলার লালুপাড়া এলাকায়। তিন মাস আগ থেকে তিনি একটি দেশীয় কুকুর পালন শুরু করেন।
জানা গেছে, ২২ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে ইভানের পোষা কুকুরটি হারিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কুকুরটির সন্ধান পাননি। অবশেষ থানায় জিডি করেন তিনি।
কুকুরের মালিক আবদুল্লাহ আল ইভান বলেন, আমার পোষা কুকুরটি হারিয়ে গেছে। কুকুরটির বয়স তিন মাস। গায়ের রঙ হলুদ-সাদা মিশ্রিত। প্রায় ৮ কেজির বেশি ওজন হবে। অনেক খোঁজাখুঁজি করেও কুকুরটি পাওয়া যায়নি। তাই থানায় জিডি করেছি। কেউ কুকুরটির সন্ধান পেলে এক হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
এ বিষয়ে তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, যেকোনো পোষা প্রাণী হারিয়ে গেলে আইন অনুযায়ী থানায় অভিযোগ দেয়ার সুযোগ রয়েছে। তাই পোষা কুকুর হারিয়ে যাওয়ায় থানায় জিডি করেছেন এক যুবক। এরই মধ্যে কুকুরটির সন্ধানে আমরা অভিযান শুরু করেছি।
Leave a Reply