সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন
পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় বাড়ির দেয়াল ধসে লামিয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। অপর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলছে, ইসিজি করতে বলায় তারা দ্রুত লাশ নিয়ে চলে যায়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লামিয়া একই এলাকার মো: খোকন গোমস্তার মেয়ে।
এ দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, লামিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। প্রতিবেশী হিরু মিয়া জানান, সন্ধ্যার সময় তার ছোট ভাই আলিফের সাথে খেলতে গিয়ে হঠাৎ দেয়াল ধসে তার গায়ের ওপর পড়লে তিনি আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্লাবনী তালুকদার লামিয়াকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার মো: খালিদ মাহমুদ আরিফ জানান, লামিয়াকে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। যদি ৬টার সময় তার মৃত্যু হয় তবে এত দ্রুত লাশের শরীরের পরিবর্তন সম্ভব নয়। তাদেরকে ইসিজি করার জন্য বলা হলে তা না করে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ নিয়ে দ্রুত চলে যায়।
এ ব্যাপারে পথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, ‘এ রকম ঘটনার কথা আমাদের জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখছি।’
Leave a Reply