বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে প্রকাশ্যে পাবলিক প্লেসে ধুমপানের অভিযোগে ৬ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে বরিশাল সদর নৌ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সদর নৌ থানা পুলিশ বরিশাল লঞ্চ টার্মিনালে এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় প্রকাশ্যে লঞ্চ টার্মিনালে ধুমপানরত অবস্থায় ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী সুজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ৬ জনকে ২শ’ টাকা করে মোট ১২শ’ টাকা জরিমানা করে ছেড়ে দেয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে সদর নৌ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বরিশাল লঞ্চ টার্মিনাল এলাকাকে মাদক ও ধুমপানমুক্ত রাখতে নৌ পুলিশের পক্ষথেকে এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply