সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
নলছিটি প্রতিনিধি॥ আগামী ২৮ জানুয়ারি ঝালকাঠির নলছিটি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থীর সভা-সমাবেশ দেখা গেলেও মাঠে নেই বিএনপি।
এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের একজন, বিএনপির একজন, ইসলামী আন্দোলনের একজন ও দুজন স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত ওয়াহেদ কবীর খান উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ করে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান।
এদিকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান আত্মীয়-স্বজনদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে দলের কোনো নেতাকর্মী ছিলেন না। এ নিয়ে হাসির খোরাক হয়েছেন তিনি।
নেতাকর্মীরা জানান, নলছিটিতে ক্রমান্বয়ে কমছে বিএনপির কর্মী। শীর্ষ নেতারা নিষ্ক্রিয় থাকায় কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে নেতাকর্মীদের সমন্বয় নেই। এজন্যই একা হয়ে পড়েছেন মজিবুর রহমান।
এ প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, জেলা বিএনপির মনোনয়ন বোর্ড আমাকে মনোনীত করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে। বিএনপির স্থানীয় সরকার শাখা থেকে মনোনয়ন বোর্ড আমার প্রার্থিতা চূড়ান্ত করে পত্র দিয়েছে। আমিও নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছি। কিন্তু মনোনয়নপত্র জমা দেয়ার সময় কোনো কর্মীকে কাছে না পেয়ে সত্যিই আমি হতাশ।
Leave a Reply