শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুরের কালকিনি উপজেলায় পাটক্ষেত থেকে হামিদা বেগম (৫০) নামে এক নিখোঁজ গৃহবধূর পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামে পাটক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হামিদা বেগম উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রিজু মাতুব্বরের স্ত্রী। এলাকা সূত্রে জানা গেছে, গৃহবধূ হামিদা বেগম মঙ্গলবার সকালে তার বাড়ির পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে গিয়ে নিখোঁজ হন। পরে দুপুর গড়িয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি।
তাকে অনেক খোঁজাখুঁজি শেষে মঙ্গলবার সন্ধ্যায় পাটক্ষেতের মধ্যে হামিদার পা বাঁধা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ হামিদার মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্বামী মো. রিজু মাতুব্বর বলেন, আমার স্ত্রীকে হত্যা করে পাটক্ষেতে ফেলে রাখা হয়েছে। আমি মামলা করার প্রস্তুতি নিয়েছি। এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, খবর পেয়ে আমরা নিহত হামিদার মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে বলা যাবে আসলে কীভাবে তার মৃত্যু হয়েছে।
Leave a Reply