রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে: বানারীপাড়ায় সড়ক দূর্ঘটনায় চিরতরে পঙ্গু হয়ে যাওয়া অসহায় দরিদ্র মো. অলিউল্লাহ’র পাশে দাঁড়িয়েছে বানারীপাড়া থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গুচ্ছ গ্রামের সরকারি ভূমির ওপরে জীর্ণ কুটিরে অলিউল্লাহর বসবাস। দিনমজুর নবীর উদ্দিনের একমাত্র ছেলে অলিউল্লাহ। গত বছর বানারীপাড়ায় চলাচলরত অবৈধ ট্রলি গাড়িতে মারাত্বক দূর্ঘটনার শিকার হন অলিউল্লাহ। পরে তার একটি পা কেটে ফেলতে হয়।
পঙ্গু হয়ে দিনমজুর পিতার সংসারে বোঝা হয়ে থাকতে গিয়ে যখন দু’চোখে কেবলই অনামিশার ঘোর অন্ধকার দেখছিলো অলিউল্লাহ,তখনই তার পাশে দাঁড়ায় বানারীপাড়া থানা পুলিশ।মঙ্গলবার সকালে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান ও সহকারি উপ-পুলিশ পরিদর্শক এএসআই মো. জাহিদুল ইসলাম জাহিদ পঙ্গু অলিউল্লাহকে ৫০টি হাঁস দিয়ে একটি খামার তৈরি করে দেন। যাতে করে সে পিতার সংসারে বোঝা না হয়ে একটিু হলেও ঘুরে দাঁড়াতে পারে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.জলিল ঘরামী,উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মামুন- উর-রশিদ স্বপন,এমএ লতিফ বহুমূখি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,স্থানীয় ইউপি সদস্য সমীর ঘরামী,পঙ্গু অলিউল্লাহ’র পিতা নবীর উদ্দিন প্রমুখ।
Leave a Reply