সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খান ১৪ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহজালাল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯২৪ ভোট।
সংরক্ষিত তিনটি ওয়ার্ডের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে খাদিজা পারভীন; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে দিলরুবা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নুরুন্নাহার আক্তার (রুবিনা)। নয়টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মো. পলাশ তালুকদার, ২ নম্বর ওয়ার্ডে নূরে আলম হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডে মো. রেজাউল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডে তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ডে মো. মামুন মাহমুদ, ৬ নম্বর ওয়ার্ডে মো. ফিরোজ আলম খান, ৭ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম টিটু, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন (লাভলু) ও ৯ নম্বর ওয়ার্ডে মো. মানিক হাওলাদার।
শনিবার রাত সাড়ে ৮টায় রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি এ তথ্য জানান। এরআগে সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত নলছিটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছিল মোবাইল টিম। বিজয়ের খবরে কর্মী-সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
প্রসঙ্গত, নলছিটি পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ১০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১২ হাজার ৫০ জন এবং নারী ভোটার ১২ হাজার ৫১ জন। এবারের নির্বাচনে ৪ জন প্রার্থী মেয়র পদে এবং ৯টি ওয়ার্ডে ৪০ জন প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে ও ১৩ জন প্রার্থী সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
Leave a Reply